“বিশ্বময় বিরাজিত থাক বাংলা সংস্কৃতি, সমুজ্জ্বল হোক বাঙালীর ঐতিহ্য”
এই শ্লোগানকে ধারণ করে কানাডায় বসবাসরত অভিবাসী বাঙালীদের সমন্বিত উদ্যোগ “বাংলা টিভি ডট সিএ” । মূলত এই উদ্যোগের মধ্য দিয়ে আমরা বিশ্বময় ছড়িয়ে দিতে চাই হাজার বছরের ঐতিহ্যে লালিত বাঙালী শিল্প, সাহিত্য, ভাষা, কৃষ্টি ও সংস্কৃতিকে। বিশেষত, পরিচয় করিয়ে দিতে চাই কানাডার রাজধানী অটোয়ায় বসবাসরত অভিবাসী বাঙালীদের জীবন-জীবিকা, প্রেম-ভালবাসা, সঙ্কট, উদ্যোগ, আবেগ-অনুভূতি, হাসি-কান্না, দু:খ-বেদনা, সাফল্য ইত্যাদি নানা বিষয়। তুলে ধরতে চাই বাংলা তথা মূল ধারার কানাডিয়ান সংস্কৃতিতে। তথাপি বিশ্বের অন্য ভাষা-ভাষীদের কাছে জানিয়ে দিতে চাই আমরা শেকড়হীন নই। আমাদেরও রয়েছে গর্ব করার মত ঐতিহ্য ও সংস্কৃতি। সুধীমন্ডলী আমরা আবারও উচ্চারণ করতে চাই—
“বিশ্বময় বিরাজিত থাক বাংলা সংস্কৃতি, সমুজ্জ্বল হোক বাঙালীর ঐতিহ্য”।
সুতরাং বাংলা টিভি ডট সিএ প্রতিনিয়ত হাজির হবে কোনো না কোনো অনুষ্ঠান নিয়ে এবং অঙ্গীকার করছে আপনার কাছে থাকার। আপনিও পাশে থাকবেন নিশ্চয়ই। আর এ জন্য আপনার পরামর্শ অংশগ্রহণ, মতামত ও সহযোগিতা আমাদের অনুপ্রেরণা এবং আগামীর পথ চলার পাথেয়।